Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st মে ২০২৩

অধ্যক্ষের শুভেচ্ছা বার্তা

মুগদা মেডিকেল কলেজ বর্তমানে  বাংলাদেশের অন্যতম সেরা সরকারি  মেডিকেল কলেজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে পেশাগত পরীক্ষা সমূহে অসাধারন ফলাফলের পাশাপাশি  করোনা ও ডেঙ্গু চিকিৎসায় অসামান্য অবদান রাখার দরুন নবীন হওয়া সত্ত্বেও এই মেডিকেল কলেজের সুনাম দেশে ও দেশের বাইরে ছড়িয়ে পড়েছে ।

 এটি ঢাকার দক্ষিণ অংশে জাতীয় রেলওয়ে স্টেশনের (কমলাপুর স্টেশন) কাছে অবস্থিত। এটি ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে এই মেডিকেল কলেজে চলছে ৭ম এমবিবিএস স্নাতক ব্যাচ। এতে ৪৩০  জন এমবিবিএস শিক্ষার্থী বর্তমানে অধ্য্যন করছে । প্রতিবছর, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের অধীনে পেশাগত পরীক্ষায় এই মেডিকেল কলেজের শিক্ষার্থিরা শিক্ষার্থীরা অসাধারণ ফলাফল করছে  ।

এই মেডিকেল কলেজে রয়েছেন ১৭৮ জন শিক্ষক ।  মুগদা মেডিকেল কলেজ ছাত্রছাত্রীদের জ্ঞান অর্জনের জন্য একটি আদর্শ প্রতিষথান প্রতিষ্ঠান । আমাদের রয়েছে সুপরিসর লেকচার গ্যালারি , পর্যাপ্ত ক্লাস রুম, উচ্চগতির ইন্টারনেট সমৃদ্ধ ভার্চুয়াল ক্লাসরুম,  লাইব্রেরি,  সকল বিভাগের জন্য পৃথক পরীক্ষাগার এবং টিউটোরিয়াল রুম ।

একাডেমিক পাঠ্যক্রমের পাশাপাশি, আমাদের শিক্ষার্থীরা তা বিভিন্ন সহ-পাঠক্রমিক কার্যক্রম উপভোগ করছে।এই মেডিকেল কলেজে নিয়মিত সাংস্কৃতিক কার্যক্রম, বিতর্ক প্রতিযোগিতা, বই পড়া প্রতিযোগিতা,  স্বেচ্ছায় রক্তাদান , অন্ত ও বহিবিভাগের খেলাধূলার আয়োজন করে থাকে ।

ডেঙ্গু এবং করোনার জন্য জাগরণ আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সামাজিক অবদান।

আমি আশা করি আপনি আমাদের বিস্তৃত ওয়েবসাইটটি উপভোগ করবেন এবং আমি আপনাকে মুগদা মেডিকেল কলেজ, ঢাকায় আন্তরিকভাবে স্বাগত জানাই। 

আমি আশা করি আপনি আমাদের  ওয়েবসাইটটি উপভোগ করবেন এবং আমি আপনাকে মুগদা মেডিকেল কলেজ, ঢাকায় আন্তরিকভাবে স্বাগত জানাই। আপনার আরও তথ্যের প্রয়োজন হলে অনুগ্রহ করে নির্দ্বিধায়  mugdamc@ac.dghs.gov.bd-এই ঠিকানায় ইমেইল করতে পারেন ।

 

আন্তরিকভাবে,


( অধ্যাপক  ডাঃ মোস্তাফিজুর রহমান )
অধ্যক্ষ
মুগদা মেডিকেল কলেজ
মুগদা, ঢাকা।