মুগদা মেডিকেল কলেজ, মুগদা, ঢাকায় অবস্থিত সরকারি মেডিকেল কলেজ গুলোর মধ্যে অন্যতম। ইহা ৫০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল হিসাবে ২০১৩ সালের জুলাই মাসে উদ্বোধন হয়। ২০১৫ সালে স্বাস্থ্য মন্ত্রী হাসপাতালটিকে মেডিকেল কলেজ ঘোষণা করেন।
ঢাকা শহরের পূর্বাঞ্চলে বসবাসকারী প্রায় ৩০-৪০ লক্ষ মানুষের এবং ঢাকা জেলার পার্শ্ববর্তী জেলাসমূহের বিপুল সংখ্যক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং মানসস্মত আধুনিক চিকিৎসক তৈরি করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঐকান্তিক ইচ্ছায় প্রতিষ্ঠিত এই মেডিকেল কলেজ ও হাসপাতাল বর্তমানে দেশজুড়ে সুনামের সাথে এগিয়ে চলছে।
২০১৬ সনে ৫০ জন প্রথম বর্ষ এমবিবিএস ছাত্র- ছাত্রী ভর্তির মাধ্যমে একাডেমিক কার্যক্রমের শুভ সূচনা হয় যা উন্নীত হয়ে বর্তমানে প্রতি বছর ৭৫ জন করে ভর্তির সুযোগ পাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালকে 'Centre of Excellence ' তথা একটি উন্নত '' Medical Hub' রূপে গড়ে তোলার নির্দেশনা দিয়েছেন।
এই প্রতিষ্ঠান থেকে দেশের দরিদ্র জনগণ নাম মাত্র সরকারী ব্যয়ে সর্বোচ্চ ও সর্বোত্তম স্বাস্থ্য সেবা গ্রহণ করে যাচ্ছে। নিয়মিত ইনডোর, আউটডোর, জরুরী সেবা, অপারেশন, বিশেষায়িত চিকিৎসা, মান সম্মত পরীক্ষা-নিরীক্ষা ইত্যাদি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।
কোভিড কালীন সময়ে এই হাসপাতাল দেশের অন্যতম সেবা দানকারী দক্ষ প্রতিষ্ঠানের খ্যাতি ও আস্থা অর্জন করে। ডেংগু রোগীর চিকিৎসায়ও যথেষ্ট সুনাম অক্ষুণ্ণ আছে।
মুগদা মেডিকেল কলেজ বাংলাদেশের ৩০ তম এবং রাজধানীর ৪র্থ সরকারী মেডিকেল কলেজ। ছাত্র ছাত্রীদের পছন্দ ক্রম অনুযায়ী সারাদেশের মধ্যে চতুর্থ অবস্থানে আছে। বিভিন্ন পেশাগত এমবিবিএস পরীক্ষায় ধারাবাহিক ভাবে ভালো ফলাফল করে দিন দিন উন্নতির দিকে এগিয়ে চলছে। যেমনঃ ২০১৯ সনের মে মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২য় পেশাগত পরীক্ষায় সম্মিলিত মেধাতালিকায় প্রথম ১০ জনের মধ্যে ২য় স্থান সহ মোট ৭ টি স্থান দখল করার গৌরব অর্জন করে। সর্বশেষ ২০২২ সনের মে মাসে অনুষ্ঠিত ২য় পেশাগত পরীক্ষায় ১ম ও ৫ম স্থান অর্জন করে।
বিভিন্ন স্নাতকোত্তর ডিগ্রীর জন্য প্রয়োজনীয় ও পূর্ন প্রশিক্ষণ বিভিন্ন বিভাগে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান এন্ড সার্জনস ও বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃতি আছে এবং সফলভাবে পরিচালিত হচ্ছে।
শিক্ষার্থীদের নিজস্ব সমাজকল্যাণ সংগঠন, সাংস্কৃতিক ও খেলাধুলা বিষয়ক সংগঠন রয়েছে। বিভিন্ন জাতীয় দিবসে নানারকম অনুষ্টানের আয়োজন করা হয়।
পেশাগত দক্ষতা ও মানোন্নয়নের জন্য নিয়মিত CPD, CME. Medical Education, Workshop, Seminar ও Training অনুষ্ঠিত হয়।
চিকিৎসা শিক্ষা ও চিকিৎসা সেবার এই ধারাবাহিক উন্নয়ন অব্যাহত রেখে মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল দেশের গন্ডি ছাড়িয়ে বিশ্বের উল্লেখযোগ্য একটি প্রতিষ্ঠানে আপন জায়গা করে নিবে।