Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ জুলাই ২০২৪

আমাদের সম্পর্কে

মুগদা মেডিকেল কলেজ,  মুগদা,  ঢাকায় অবস্থিত সরকারি মেডিকেল কলেজ গুলোর মধ্যে অন্যতম।  ইহা ৫০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল হিসাবে ২০১৩ সালের জুলাই মাসে উদ্বোধন হয়। ২০১৫ সালে স্বাস্থ্য মন্ত্রী হাসপাতালটিকে মেডিকেল কলেজ ঘোষণা করেন।

 ঢাকা শহরের পূর্বাঞ্চলে বসবাসকারী প্রায় ৩০-৪০     লক্ষ মানুষের এবং ঢাকা জেলার পার্শ্ববর্তী জেলাসমূহের বিপুল সংখ্যক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং মানসস্মত আধুনিক চিকিৎসক তৈরি  করার লক্ষ্যে  মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঐকান্তিক ইচ্ছায় প্রতিষ্ঠিত এই মেডিকেল কলেজ ও হাসপাতাল বর্তমানে দেশজুড়ে সুনামের সাথে এগিয়ে চলছে।

২০১৬ সনে ৫০ জন প্রথম বর্ষ এমবিবিএস ছাত্র- ছাত্রী ভর্তির মাধ্যমে একাডেমিক কার্যক্রমের শুভ সূচনা হয় যা উন্নীত হয়ে বর্তমানে প্রতি বছর ৭৫ জন করে ভর্তির সুযোগ পাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালকে 'Centre of  Excellence ' তথা একটি  উন্নত '' Medical Hub' রূপে গড়ে তোলার নির্দেশনা দিয়েছেন।

এই প্রতিষ্ঠান থেকে দেশের দরিদ্র জনগণ নাম মাত্র সরকারী ব্যয়ে সর্বোচ্চ ও সর্বোত্তম স্বাস্থ্য সেবা গ্রহণ করে যাচ্ছে। নিয়মিত ইনডোর,  আউটডোর, জরুরী সেবা, অপারেশন,  বিশেষায়িত চিকিৎসা, মান সম্মত পরীক্ষা-নিরীক্ষা ইত্যাদি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।

কোভিড কালীন সময়ে এই হাসপাতাল দেশের অন্যতম সেবা দানকারী দক্ষ প্রতিষ্ঠানের খ্যাতি ও আস্থা অর্জন করে। ডেংগু  রোগীর চিকিৎসায়ও যথেষ্ট সুনাম অক্ষুণ্ণ আছে।

মুগদা মেডিকেল কলেজ বাংলাদেশের ৩০ তম এবং রাজধানীর ৪র্থ সরকারী মেডিকেল কলেজ।   ছাত্র ছাত্রীদের পছন্দ ক্রম অনুযায়ী সারাদেশের মধ্যে চতুর্থ অবস্থানে আছে।  বিভিন্ন পেশাগত এমবিবিএস পরীক্ষায় ধারাবাহিক ভাবে ভালো ফলাফল করে দিন দিন উন্নতির দিকে এগিয়ে চলছে। যেমনঃ ২০১৯ সনের মে মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত  ২য় পেশাগত পরীক্ষায় সম্মিলিত মেধাতালিকায় প্রথম ১০ জনের মধ্যে ২য় স্থান সহ মোট  ৭ টি স্থান দখল করার গৌরব অর্জন করে। সর্বশেষ ২০২২ সনের মে মাসে অনুষ্ঠিত ২য় পেশাগত পরীক্ষায় ১ম ও ৫ম স্থান অর্জন করে।
বিভিন্ন স্নাতকোত্তর ডিগ্রীর জন্য প্রয়োজনীয় ও পূর্ন প্রশিক্ষণ বিভিন্ন বিভাগে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান এন্ড সার্জনস ও বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃতি আছে এবং সফলভাবে পরিচালিত হচ্ছে।
   
শিক্ষার্থীদের নিজস্ব সমাজকল্যাণ সংগঠন,  সাংস্কৃতিক ও খেলাধুলা বিষয়ক সংগঠন রয়েছে।  বিভিন্ন জাতীয় দিবসে নানারকম অনুষ্টানের আয়োজন করা হয়।
পেশাগত দক্ষতা ও মানোন্নয়নের জন্য নিয়মিত  CPD, CME. Medical Education,  Workshop, Seminar ও Training অনুষ্ঠিত হয়।

চিকিৎসা শিক্ষা ও চিকিৎসা সেবার এই ধারাবাহিক উন্নয়ন অব্যাহত রেখে মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল দেশের গন্ডি ছাড়িয়ে বিশ্বের উল্লেখযোগ্য একটি প্রতিষ্ঠানে আপন জায়গা করে নিবে।

 

অধ্যক্ষবৃন্দ

SI Name From To
1. Dr. Shah Golam Nabi 2015 2020
2. Dr. Titu Miah 2020 2021
3. Dr. Ahmedul Kabir 2021 2021
4. Dr. Abul Bashar Md. Jamal 2021 2023
5. Dr. Md Mustafizur Rahman 2023 Present
 

 

কলেজ ভবন

২০১৬ সালের জানুয়ারী মাসের ১০ তারিখ থেকে ১ম ব্যাচের নিয়মিত এমবিবিএস কোর্সের ক্লাস শুরু হয়। সরকারি ভাবে পরিচালিত মেডিকেল ভর্তি পরীক্ষায় মেধাক্রম ও পছন্দক্রমের ভিত্তিতে বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রতি বছর ১০০ জন ছাত্রছাত্রী এম.বি.বি.এস কোর্সে ভর্তি নেওয়া হয়। কলেজ ভবনের অধীনে রয়েছে- মাল্টিমিডিয়া ও আধুনিক সকল সুযোগ সুবিধাসহ ৩টি শীততাপ নিয়ন্ত্রিত লেকচার গ্যালারী, ১টি পাঠাগার, ১ টি সমৃদ্ধ লাইব্রেরি, কনফারেন্স রুম, ক্যান্টিন, ছাত্রছাত্রীদের জন্য একটি কমনরুম যাতে রয়েছে বিভিন্ন খেলাধুলার সুবিধা ও সরঞ্জাম এবং বিভাগভিত্তিক বিভিন্ন গবেষণাগার, ডিসেকশন রুম, ব্যবহারিক কক্ষ, টিউটোরিয়াল রুম প্রভৃতি।

 

পড়াশোনায় উল্লেখযোগ্য অর্জন

বিভিন্ন পেশাগত এমবিবিএস পরীক্ষায় ধারাবাহিক ভাবে ভালো ফলাফল করে দিন দিন উন্নতির দিকে এগিয়ে চলছে। যেমনঃ ২০১৯ সনের মে মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২য় পেশাগত পরীক্ষায় সম্মিলিত মেধাতালিকায় প্রথম ১০ জনের মধ্যে ২য় স্থান সহ মোট ৭ টি স্থান দখল করার গৌরব অর্জন করে। সর্বশেষ ২০২২ সনের মে মাসে অনুষ্ঠিত ২য় পেশাগত পরীক্ষায় ১ম ও ৫ম স্থান অর্জন করে।
বিভিন্ন স্নাতকোত্তর ডিগ্রীর জন্য প্রয়োজনীয় ও পূর্ন প্রশিক্ষণ বিভিন্ন বিভাগে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান এন্ড সার্জনস ও বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃতি আছে এবং সফলভাবে পরিচালিত হচ্ছে।

 

সহ - পাঠক্রম সংক্রান্ত কার্যক্রম

শিক্ষার্থীদের নিজস্ব সমাজকল্যাণ ও স্বেচ্ছাসেবী সংগঠন, সাংস্কৃতিক ও খেলাধুলা বিষয়ক সংগঠন রয়েছে। বিভিন্ন জাতীয় দিবসে নানারকম অনুষ্ঠান আয়োজন করা হয়।
২০ এপ্রিল, ২০১৯ সালে, বাংলাদেশের স্বাস্থ্যখাতের অন্যতম স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানী এর নতুন ইউনিট হিসেবে যাত্রা শুরু করে করে সন্ধানী মুগদা মেডিকেল কলেজ ইউনিট।

পাঠাগার

শিক্ষার্থীদের জন্য ভবনের চতুর্থ তলায় এম.বি.বি.এস ও স্নাতকোত্তর স্তরের বিভিন্ন বিষয়ের ও বিভিন্ন লেখকের সাম্প্রতিক সংস্করণের বইসমৃদ্ধ একটি পাঠাগার রয়েছে যাতে একত্রে পঞ্চাশ জন বসার সুবিধা বিদ্যমান।

 

ব্যাচের নাম ও শিক্ষার্থী সংখ্যা

 
ব্যাচ নং শিক্ষার্থী সংখ্যা সেশন ব্যাচের নাম
MuMC-০১ ৫০ ২০১৫-১৬ পদার্পণ
MuMC-০২ ৫০ ২০১৬-১৭ দৃষ্টান্ত
MuMC-০৩ ৫০ ২০১৭-১৮ তারুণ্য
MuMC-০৪ ৬৫ ২০১৮-১৯ চিরন্তন
MuMC-০৫ ৬৫ ২০১৯-২০ প্রজ্জ্বলন
MuMC-০৬ ৭৫ ২০২০-২১ সঞ্জীবনী
MuMC-০৭ ৭৫ ২০২১-২২ স্পন্দন
MuMC-০৮ ৭৫ ২০২২-২৩ অবনীল
MuMC-০৯ ১০০ ২০২৩-২৪ নিরঙ্কুশ

 

Mugda Medical College (MuMC)